রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

বোয়ালমারীতে শেখ রাসেল শিশু পার্ক উন্মুক্ত 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে শেখ রাসেল শিশু পার্ক উন্মুক্ত 

ফরিদপুরের বোয়ালমারীতে নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে শিশু কিশোর ও সর্বসাধারণের  জন্য পার্কটি উন্মুক্ত করে দেয়া হয়। শনিবার (১১ নভেম্বর) বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শিশু পার্কটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন, ময়না ইউপি চেয়ারম্যান আব্দুল হক মৃধা, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।

বোয়ালমারী উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় চারবিঘা জায়গার ওপর নবনির্মিত শেখ রাসেল শিশু পার্কটি তৈরি করা হয়েছে।

উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে স্থানীয় উন্নয়ন তহবিলের অর্থায়নে নির্মিত শেখ রাসেল শিশুপার্কে রয়েছে শেখ রাসেলের প্রতিকৃতিসহ দৃষ্টিনন্দন ফটক, দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর, দর্শনীয় লেক, পার্কের অভ্যন্তরে ওয়াকওয়ে, মূল ফটকের সামনে কফিশপ, শিশুদের জন্য স্লিপার, দোলনা, নৌকাসহ বিভিন্ন রাইড, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, জেরাফ, বকসহ নানা জীবজন্তুর ভাস্কর্য, পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

উদ্বোধনী দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিশু ও কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠে শেখ রাসেল শিশুপার্ক। এই প্রথম শিশু কিশোরদের জন্য জন্য বোয়ালমারীতে বিনোদন কেন্দ্র নির্মাণ করা হলো।

টিএইচ